নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
নওগাঁয় শ্রমিকদের বিরুদ্ধে সড়কে চাঁদাবাজি ও রুট নিয়ন্ত্রণের অভিযোগে দ্বিতীয় দিনেও বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনাল এবং ঢাকা বাস টার্মিনাল থেকে কোনও বাস ছাড়েনি। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল।
নওগাঁ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ‘শ্রমিকরা সড়কে চাঁদাবাজি করে এই অভিযোগ অনেক পুরনো। আমরা তাদের বার বার চাঁদাবাজি থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। কিন্তু তারা আমাদের কথার কোনও তোয়াক্কা করে না। পাশাপাশি বাস মালিক সমিতির অনুমতি ছাড়া শ্রমিক ইউনিয়নের দুটি বাস তারা চালাচ্ছে। যা পুরোপুরি বেআইনি। শ্রমিকদের এ ধরনের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ হিসেবে আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।’