কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লক্ষ্য ৩৬ হাজার, বাংলা আবাসে বাড়ি হয়েছে ৫৮১

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ০৫:৪২

চলতি আর্থিক বছর শেষ হতে বাকি আর মাত্র চার মাস। কিন্তু মালদহ জেলায় বাংলা আবাস যোজনায় গত ২০১৯-২০ আর্থিক বছরেরই অর্ধেক বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত গত আর্থিক বছরে এই প্রকল্পে বাড়ি তৈরির কাজের গড় হার মাত্র ৪৯.২৪ শতাংশ। আর চলতি আর্থিক বছরের সাড়ে সাত মাসে মঞ্জুর হওয়া প্রায় ৩৬ হাজার বাড়ির মধ্যে মাত্র ৫৮১টি বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে।

প্রকল্পের কাজে কেন এত বিলম্ব? উঠেছে প্রশ্ন। প্রশাসন অবশ্য জানিয়েছে, এই প্রকল্পে উপভোক্তারা নিজেরাই বাড়ি তৈরি করে থাকেন। কিন্তু প্রায় চার মাস ধরে প্রকল্পের নির্দিষ্ট পোর্টালে টাকা না আসাতেই বাড়ি তৈরির কাজ ঝুলে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও