![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202011/543075_164.jpg)
যারা আল্লাহকে ভুলে যায়
নয়া দিগন্ত
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৯:৫১
হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকেই যেন লক্ষ রাখে, সে আগামীকালের (আখেরাতের জন্য) জন্য কী প্রস্তুতি নিয়ে রেখেছে। আল্লাহকে ভয় করতে থাকো।
আল্লাহ নিশ্চিতভাবেই তোমাদের সেইসব কাজ সম্পর্কে অবহিত যা তোমরা করে থাকো। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। তারাই ফাসেক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ইসলাম ও জীবন
- ভয়