You have reached your daily news limit

Please log in to continue


করোনাকালে সোয়া দুই কোটির বেশি মানুষকে মোবাইলে কল সেবা

মহামারি করোনাকালে করোনাভাইরাস ও অন্য রোগব্যাধি সম্পর্কে মোবাইল ফোনে সোয়া দুই কোটিরও বেশি মানুষকে মোবাইলফোনে চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশে করোনা সংক্রমণের পর থেকে মোবাইলফোনে সর্বমোট কল এসেছে দুই কোটি ২৫ লাখ ৭২ হাজার ২০৪ জন। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক এক কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৮২৯টি কল এসেছে ৩৩৩ নম্বর থেকে। এছাড়া স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) ৮৩ লাখ ৪৬ হাজার ৩৫৪টি এবং আইইডিসিআর-এ (১০৬৫৫) তিন লাখ ৩৫ হাজার ২১টি কল রিসিভ ও সেবা-পরামর্শ দেয়া হয়। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৩৩৩ নম্বরে চার হাজার ৯৭৫টি, স্বাস্থ্য বাতায়নে ৩৮ হাজার ৫০৮টি এবং আইইডিসিআরে ২৩৩টি কল রিসিভ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন