পাহাড়ের বুকে বিরল উদ্ভিদের সংগ্রহশালা
উঁচু-নিচু পাহাড়। পাহাড়ের মাথায় ইট বিছানো পথ। এর দুই পাশে বিরল ও বিপন্ন প্রজাতির উদ্ভিদের সংগ্রহশালা। ইটের রাস্তা দিয়ে হাঁটতেই একটু পরপরই দেখা মিলে, উদ্ভিদ পরিচিতি বোর্ডের। সেখানে রয়েছে উদ্ভিদের বিস্তারিত বর্ণনা। আছে বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির বাঁশ ঝাড়ও। এমন নান্দনিক দৃশ্যই এখন চোখে পড়ে কুমিল্লার কোটবাড়ি এলাকার লালমাই উদ্ভিদ উদ্যানে গেলে।
কুমিল্লা সামাজিক বন বিভাগ সূত্র জানায়, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি ময়নামতি জাদুঘরের কাছে সালমানপুর নামক স্থানে প্রায় ১৭ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে উদ্যানটি। এখানে রয়েছে কয়েকশ প্রজাতির উদ্ভিদ। যার অন্তত ৯০ শতাংশ বিপন্ন ও দুষ্প্রাপ্য।
ভবিষ্যতে এ উদ্যানটির বিস্তৃতি আরো বাড়ানো হবে। বর্তমান উদ্যানের নিকটবর্তী বনবিভাগের ৩০ একরের মতো প্রাকৃতিক শাল বাগান রয়েছে। মাঝে আরো প্রায় ৩০ একর ভূমি অধিগ্রহণ করা হলে লালমাই উদ্ভিদ উদ্যানটি অনেক সমৃদ্ধ হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উদ্ভিদ
- সংগ্রহশালা
- বিরল প্রজাতি
- বন বিভাগ