কালো কোটে ফিরলেন সুপ্রিম কোর্টের বিচারপতি-আইনজীবীরা
তিনমাস পর বুধবার থেকে আবার কালো কোটে ফিরলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ও আইনজীবীরা। সুপ্রিম কোর্টে মামলার শুনানিকালে বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক করার কারণে এ নিয়ম অনুসরণ শুরু করেছেন সংশ্লিষ্টরা।
করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ১২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি ও আইনজীবীদের কালো কোট পরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। একারণে গত তিনমাস দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি ও আইনজীবীরা শারীরিক ও ভার্চুয়াল আদালতে কালো কোট ও গাউন ছাড়াই মামলার শুনানিতে অংশ নিয়েছেন। তারা সুপ্রিম কোর্টের নির্ধারণ করে দেওয়া পোষাকে গত তিনমাস শুনানিতে অংশ নেন। কিন্তু শীত চলে আসায় দেশের সকল আদালতে বিচারক ও আইনজীবীদের কালো কোট পরার জন্য প্রধান বিচারপতির নির্দেশে গত ১৬ নভেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে বিজ্ঞপ্তি জারি করেন। পরদিন ১৭ নভেম্বর সুপ্রিম কোর্টে বিচারপতি ও আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক হিসেবে আরা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এ অবস্থায় মামলার শুনানির সময় আবার বিচারপতি ও আইনজীবীরা কালো কোট পরেছেন।