করোনার কারণে বাতিল হল ইউক্রেন-সুইজারল্যান্ডের ম্যাচ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১৮:১০

করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেল নেশন্স লিগের সুইজারল্যান্ড বনাম ইউক্রেনের মধ্যকার ম্যাচ। ইউক্রেনিয় ফুটবল এসোসিয়েশন (ইউএফএ) জানিয়েছে, পরীক্ষার রিপোর্টে তাদের ছয়জন ফুটবলারের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
ইউএফএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউক্রেনের জাতীয় দলের সব সদস্যকে সুইস স্বাস্থ্য কর্তৃপক্ষ কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেয়ায় ‘ম্যাচটি হচ্ছে না’ বলে তারা উয়েফা কর্তৃপক্ষকে জানিয়েছে। ম্যাচটির ভবিষ্যৎ সূচি উয়েফা ঠিক করবে বলে জানিয়েছে এসোসিয়েশনটি।

এর আগে ইউক্রেনিয় ফুটবলের পরিচালনা পরিষদ জানায়, জাতীয় দলের ছয় ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছে। তারা আরো জানায় যে আটালান্টার মিডফিল্ডার রুসলান ম্যালিনোভস্কি তার দুই শাকতার দোনেৎস্ক সতীর্থের সংস্পর্শে এসে এবং সের্গেই ক্রাইভতসভ ও জুনিয়র মোরেস এই ভাইরাসের কারণে সুইজারল্যান্ডের হোটেলেই সেলফ আইসোলেশনে চলে গেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও