চীনের সাংস্কৃতিক উৎসবে একখণ্ড বাংলাদেশ
চীনের চিয়াংশি প্রদেশের নানছাং শহরে অবস্থিত চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ে ‘ষষ্ঠ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে’ অংশ নিয়েছে বাংলাদেশ। শনিবার বিকেলে বাছিয়াও গার্ডেনের উত্তর অঞ্চলের রাইজিং স্কয়ারে এ উৎসবের থিম ছিল ‘ক্যাম্পাসে পুনর্মিলন’, এতে বাংলাদেশের পক্ষে তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম।
মরোক্কান শিক্ষার্থী ইমানে আফকির ইউনি ও চীনা শিক্ষার্থী লিয়াং চিয়ানইয়াং এর যৌথ উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববদ্যালয়ের প্রেসিডেন্ট তং হুই।
বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত অ্যান্ডারসন এন. মাদুবাইক, নাইজেরিয়া কনস্যুলেট জেনারেল, সাংহাই ও কনস্যুলার শিক্ষা অফিসের পরিচালক জয়নব জয় মনডু।