স্ত্রীকে পুড়িয়ে হত্যা: আপিলে মৃত্যুদণ্ড কমে আমৃত্যু কারাদণ্ড

জাগো নিউজ ২৪ সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ১১:৪১

যৌতুকের দাবিতে শরীরে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে সাতক্ষীরার ইমাদুলের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

আপিল বিভাগের বরাত দিয়ে তিনি জানান, দণ্ডবিধির ৪৫ ধারা অনুযায়ী যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড বলে রায়ে উল্লেখ করা হয়েছে। জেল আপিল ও অনিয়মিত আপিলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও অ্যাডভোকেট এ বি এম বায়জিদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও