সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে নারায়ণগঞ্জে
ঋতু পরিবর্তনের সাথে সাথে নারায়ণগঞ্জে সব ধরনের মাছের সরবরাহ বাড়তে শুরু করেছে। এতে পাইকারি বাজারে দামও আগের তুলনায় কমেছে। নদী ও হাওর অঞ্চলের ফরমালিনমুক্ত তাজা মাছের কারণে বেচাকেনাও জমজমাট। নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ৩ নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার।
প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় জমজমাট ঐতিহ্যবাহী বাজারটি। রুই, কাতলা, ইলিশ, বোয়াল, পাঙাস, আইড়, বাঘা আইড়, কোরাল ও রিটাসহ নদীর ছোট বড় সব ধরণের তাজা মাছ এই বাজারে পাওয়া য়ায়। পাশাপাশি হাওর ও সমুদ্রের মাছও মিলছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বেড়েছে
- ঋতু পরিবর্তন
- মাছের সরবরাহ