You have reached your daily news limit

Please log in to continue


হাইকোর্টে বুধবারই ফিরছে কালো কোটের বাধ্যবাধকতা

আগামীকাল বুধবার থেকে সুপ্রিম কোর্টে মামলার শুনানির সময় বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট পরা বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতে মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীদের কালো কোট পরার জন্য আলাদা বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, আসন্ন শীত মৌসুমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্র মতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং জাজেস কোট পরিধান করবেন। ‘সুপ্রিম কোর্টের আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ এবং কালো কোট/শেরওয়ানি পরিধান করবেন’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন