কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাদকনির্ভরশীদের চিকিৎসা হয় সমন্বিত প্রচেষ্টায়

কালের কণ্ঠ শ্যামলী প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ২০:৩৩

মাদকাসক্তি চিকিৎসাসেবা নিয়ে বিভ্রান্তি ছড়ানো ও অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক ‘সংযোগ’। মঙ্গলবার ‘সংযোগ’-এর উদ্যোগে রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরে আয়োজিত এক মতবিনিময়সভা থেকে নেটওয়ার্কভূক্ত সংগঠনের সদস্যরা এ আহ্বান জানান।

সংযোগ সভাপতি ইকবাল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন সংযোগের সহ-সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক শাহবুদ্দীন চৌধুরী সুমন, সংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রনি, কোষাধ্যক্ষ কামরুজ্জামান শাহীন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, ১৯৯০ দশকে শুরু হওয়া মাদক সমস্যাটি বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। এর অন্যতম কারণ আন্তর্জাতিক মাদক চোরাচালানের করিডোর হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হচ্ছে। মাদক নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসন একটি জটিল বিষয়। কারণ মাদক নির্ভরশীলতার কারণে একজন ব্যক্তির শারীরিক, মানসিক, আচরণ পরিবর্তন হয়ে থাকে। যা কখনো কখনো এককভাবে একজন চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব হয় না। মাদকনির্ভরশীলদের চিকিৎসা শুধু মনোরোগের বিষয় নয়, মাদকনির্ভরশীদের চিকিৎসা হয় সমন্বিত প্রচেষ্টায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও