![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F11%2F17%2Fbarisal.jpg%3Fitok%3D2feGViXn)
বরিশালে লঞ্চের ছাদে মিলল যুবকের লাশ
ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী সুন্দরবন-১১ লঞ্চের ছাদ থেকে শামীম হাওলাদার (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে তাঁর লাশের সন্ধান পাওয়া যায়।
নিহত শামীম হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুপিলা গ্রামের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।
বরিশাল সিআইডির পরিদর্শক নুরুল ইসলাম তালুকদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিলাসবহুল ‘এমভি সুন্দরবন-১১’ লঞ্চটি রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে। যাত্রী নামানোর পর ভোর ৬টার দিকে লঞ্চ ধোয়া-মোছার কাজ করতে ছাদে যায় স্টাফরা। এ সময় তাঁরা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা সুপারভাইজার ও সিকিউরিটিকে বিষয়টি জানায়। পরে নৌপুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে।