খাগড়াছড়িতে মামলার সাক্ষ্য দিতে এসে মাইক্রোবাসের ধাক্কায় এসআই নিহত
খাগড়াছড়িতে মামলার সাক্ষ্য দিতে এসে পর্যটকবাহী একটি মাইক্রোবাসের ধাক্কায় পুলিশের উপ-পরিদর্শক পার্থ রায় চৌধুরী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে সদরের গামারীঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটিকে আটক করেছে পুলিশ।
নিহত পুলিশ কর্মকর্তা পার্থ রায় চৌধুরীর বাড়ি রাঙ্গামাটি সদরের তবলছড়ি এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় কর্মরত ছিলেন। এর আগে খাগড়াছড়ির সদর ও পানছড়ি থানায় কর্মরত ছিলেন নিহত এস আই পার্থ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, দুর্ঘটনার পর এক মাহেন্দ্র চালক আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে