ভিন্ ধর্মে বিয়ে রুখতে কড়া আইন আনা হবে, জানাল মধ্যপ্রদেশ সরকার
উত্তরপ্রদেশ, কর্নাটক এবং হরিয়ানার পর এ বার মধ্যপ্রদেশ সরকারও জানিয়ে দিল, ‘লভ জিহাদ’ রুখতে দ্রুত আইন আনবে তারা। বিধানসভার পরবর্তী অধিবেশনেই এ নিয়ে বিল আনা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিনি জানান, এই আইন ভঙ্গ করলে পাঁচ বছরের কারাদণ্ডের বিষয়ে চিন্তাভাবনা চলছে। শুধু তাই নয়, জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হবে।
এই ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও যাঁরা জড়িত থাকবেন তাঁদেরও মূল অভিযুক্ত হিসেবে ধরা হবে। মিশ্র বলেন, “স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে গেলেও এক মাস আগে জেলাশাসকের কাছে আবেদন করতে হবে।” গত ৬ নভেম্বর কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, তাঁর সরকার ‘লভ জিহাদ’-এর বিরুদ্ধে আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে।