![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbus-20201117145632.jpg)
হাটহাজারীতে বাস চাপায় ব্যবসায়ী নিহত
চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারীতে বাসচাপায় মোহাম্মদ মুসা (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাটহাজারীর বড়দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুসা হাটহাজারীর উত্তর মাদার্শা ইউনিয়নের বাসিন্দা। তিনি নগরের পাইকারি কাপড়ের বাজার টেরিবাজারের ব্যবসায়ী ছিলেন।