কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নজর নেই, কিশোর অপরাধ বাড়ছে

প্রথম আলো প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১৪:০১

সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় অ্যাপ টিকটকের ভিডিও চিত্রে কখনো সোনালি, কখনোবা চকচকে সবুজ চুলের ‘অফু বাই’ গোল হয়ে বসে বলছেন, ‘সানি লিওন কে।’ আবার কখনো মেয়েবন্ধুকে উত্ত্যক্ত করার দায়ে কোনো কিশোরের ঘাড়ে পা তুলে জুতা মুছছেন। কখনো গানের তালে তালে অন্য কোনো টিকটক তারকাকে হুমকি দিচ্ছেন।

‘অফু বাই’-এর প্রকৃত নাম ইয়াছিন আরাফাত (অপু), যিনি এক প্রকৌশলীকে মারধরের অভিযোগে গত ৩ আগস্ট ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হন। এই উত্তরাতেই ২০১৭ সালের জানুয়ারিতে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান খুন হওয়ার পর ঢাকায় প্রথম কিশোর গ্যাংয়ের জোরালো অস্তিত্বের খবর জানা যায়। সর্বশেষ খবর হলো, গত শুক্রবার ঢাকার কামরাঙ্গীরচরে কিশোর-তরুণদের দুই পক্ষের বিরোধের জেরে একজন নিহত হন, ছুরিকাঘাতের শিকার হয় দুই কিশোর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, কিশোরদের অপরাধে জড়ানোর প্রবণতা কমেনি, বরং প্রকোপ ও পরিধি—দুই-ই বেড়েছে। এমনকি তারা টিকটক লাইকিকে কেন্দ্র করেও নতুন করে গ্যাং গড়ে তুলছে। টিকটকের নায়িকা বানানোর টোপ দিয়ে কিশোরী ধর্ষণের মতো অপরাধে মামলাও হয়েছে ভাটারা থানায়। কিশোরেরা জড়িয়ে পড়ছে জঙ্গিবাদেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও