সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাসিন্দা মিতালী রায়। নিজ বাসার ছাদে গড়ে তুলেছেন বাগান। সবজি, ফলদ ও ঔষধিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে বাগানে। বেশিরভাগ সময় কাটে ছাদ কৃষিতে। বাগানে উৎপাদিত ফল ও সবজি একদিকে যেমন নিজেদের চাহিদা মেটায়, অপরদিকে আত্মীয়-স্বজন, প্রতিবেশীর মাঝেও বিতরণ করছেন। তার ছাদ কৃষি দেখে অনেকেই উৎসাহী হয়ে উঠছেন।
উপজেলা সদরের আবাসিক এলাকায় মিতালী রায় ২০১৮ সালে ছাদ বাগান করেন। ১৪০ বর্গমিটারের ছাদে শুরুর দিকে অল্প কিছু ফলের গাছ দিয়ে শুরু করেন। বর্তমানে বাগানে ৪২ জাতের ফলজ, ৪ জাতের ঔষধি এবং ৮ জাতের সবজিসহ শতাধিক গাছ রয়েছে। ছাদজুড়েই রয়েছে কয়েক প্রজাতির আম, কাঁঠাল, লিচু, কমলা, মাল্টা, রামবুটান, কলা, ড্রাগন ফলের গাছ। রয়েছে টুনিমানকুনি, অ্যালোভেরা, রাসুন্ডার মতো ঔষধি গাছও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.