কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মাদক নিরাময় কেন্দ্র চলত চিকিৎসক ছাড়াই

ডেইলি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ১০:৩৯

ব্রাহ্মণবাড়িয়ায় ‘অশ্রু’ মাদক নিরাময় কেন্দ্র চালানো হতো অভিজ্ঞ চিকিৎসক ছাড়াই। অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সত্যতা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস। তিনি বলেন, ‘অশ্রু’ মাদক নিরাময় কেন্দ্রের কোনো অনুমতি নেই। এখানে কোনো চিকিৎসকও পাওয়া যায়নি। সম্পূর্ণ অবৈধভাবে প্রতিষ্ঠানটি চালানো হচ্ছিলো।

চিকিৎসা দেয়ার মতো কোনো সুযোগ সুবিধা না থাকায় নাম-সর্বস্ব নিরাময় কেন্দ্রটি সিলগালা করে দেয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সেখানে ভর্তি থাকা ১৩ জনকে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে ১৭ জনকে অনুমোদনপ্রাপ্ত কোনো হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও