![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F12045681-1dcf-47a6-9810-12799f33a53e%252FGAZIPUR_DH0716_20201116_SREEPUR_BRIDGE_PH9.JPG%3Frect%3D9%252C0%252C507%252C266%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
ফেসবুকে স্ট্যাটাসের পর তৈরি হলো লোহার সেতু
গাজীপুরের শ্রীপুরে খালের ওপর গ্রামবাসীর চাঁদায় তৈরি ১০ বছরের পুরোনো ভাঙা কাঠের সেতুর পরিবর্তে তৈরি হলো লোহার সেতু। গতকাল সোমবার থেকে খালটির উভয় পাশের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আবারও স্বাভাবিক চলাচল শুরু হয়েছে।
মাসখানেক ধরে শ্রীপুর পৌর এলাকার ছৌককার খালের ওপর কাঠের সেতুটি বিভিন্ন জায়গায় ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সম্প্রতি কাঠের ভাঙা সেতুর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজেদের দুর্দশার কথা জানান গ্রামের কয়েকজন বাসিন্দা। সেই ছবি দেখে সেতু এলাকায় গিয়ে উপস্থিত হন তরুণ ছাত্রনেতা ও ব্যবসায়ী জাহিদুল আলম। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ফেসবুক স্ট্যাটাস
- লোহা
- সেতু