![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/1034D/production/_115518366_gettyimages-1229612206.jpg)
জঙ্গী মদতের যে সব অভিযোগকে ঘিরে ফের সংঘাতে ভারত-পাকিস্তান
আফগানিস্তানের ভূখন্ডকে ব্যবহার করে ভারত তাদের দেশের ভেতর সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছে, পাকিস্তান অনুষ্ঠানিকভাবে এই অভিযোগ তোলার পর ভারত তা সরাসরি ভিত্তিহীন বলে দাবি করেছে।
গত শনিবার রাতেই পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ও সেনা মুখপাত্র যৌথ সাংবাদিক সম্মেলনে বহু নথিপত্র পেশ করে জানিয়েছিলেন, ভারতের বিরুদ্ধে এই সব সাক্ষ্যপ্রমাণ তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরবেন।
জবাবে ভারত শুধু সেই অভিযোগ খন্ডনই করছে না, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এদিন আন্ত:-সীমান্ত সন্ত্রাসবাদের জন্য পাল্টা পাকিস্তানকেই দুষেছেন।