![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fe18cfc94-ebd5-4635-8a68-0ea3a0054811%252Ff1ee3be8-544a-4818-982b-d2b120a1a7e1.jpg%3Frect%3D0%252C0%252C4000%252C2100%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
এটা দেখে একজনও যদি ভাবেন নারী নির্যাতন করবেন না...
প্রথম আলো
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১১:৫৭
কম্বলের কোনায় সেলাই মেশিনে সেলাই করে স্টিকার লাগানো হচ্ছে। স্টিকারে লেখা, ‘কাপুরুষরাই নারী নির্যাতন করে’। কম্বলের গায়ে এমন লেখার উদ্দেশ্য হলো, শীতের রাতে কম্বল গায়ে দেওয়ার সময় স্টিকারের এই লেখা দেখে যেন একজন পুরুষ ভাবেন তিনি কোনো নারীকে নির্যাতন করবেন না। একজন নারী যেন নির্যাতক পুরুষের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন।
বেসরকারি সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বাসন্তী গার্মেন্টসের তৈরি কম্বলে এমন স্টিকার যুক্ত করা হয়েছে। পুরো কাজ সম্পন্ন করেন নারীরা। তাঁরাই কম্বলের কাপড় কেনা, কাটা, সেলাই, প্যাকিং করাসহ পুরো কাজটি করেন। গত বুধবার গিয়ে দেখা যায়,