চাহিদার ৬০ ভাগ মোবাইল স্থানীয় কারখানায় তৈরি: টেলিযোগাযোগমন্ত্রী
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমদানি-নির্ভর জাতি থেকে বাংলাদেশ এখন মোবাইলসেটসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রফতানিকারক দেশে রূপান্তর লাভ করেছে। আমরা আমেরিকায় মোবাইল রফতানি করছি। বিশ্বের ৮০টি দেশে আমরা সফটওয়্যার রফতানি করছি। সৌদি আরবে আইওটি ডিভাইস রফতানি হচ্ছে। নেপাল ও নাইজেরিয়ায় ল্যাপটপ ও কম্পিউটার রফতানি করছে বাংলাদেশ। তিনি বলেন, ‘স্থানীয় কারখানার উৎপাদিত মোবাইল থেকে দেশের চাহিদার শতকরা ৬০ ভাগ মেটানো সম্ভব হচ্ছে।’
রবিবার ( ১৫ নভেম্বর) টঙ্গীতে ফাইভ স্টার মোবাইল কোম্পানির নিজস্ব ভবনে স্থাপিত কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.