মুসলিম হওয়ায় মার্কিন ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ফ্লাইট থেকে একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে নামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাটি টুইটারে পোস্ট করার পরপরই তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। গ্রেফতারের আগে আমানি আল খাতাবেহ নামের ওই নারী টুইটারে জানান, মুসলিম হওয়ার কারণে একজনকে নামিয়ে দেওয়া হবে, এমনটা বিশ্বাস করা কঠিন।
ওই নারী মুসলিমগার্ল.কম নামের একটি ব্লগের প্রতিষ্ঠাত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আমানি আল খাতাবেহ নামের ওই নারী প্রসিদ্ধ আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রভাবশালী ২৫ নারীদের একজন। বিমানবন্দরে একজন শ্বেতাঙ্গ পুরুষের অনিয়মের প্রতিবাদ জানালে এ ঘটনার সূত্রপাত হয়। শ্বেতাঙ্গ ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার জের ধরে পুলিশ তাকে নামিয়ে দেয় বলে জানা যায়। তিনি ফ্লাইট কর্তৃপক্ষের বিরুদ্ধে তাকে গালি দেওয়া অভিযোগ করেন।