কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘লড়াইয়ের ময়দান যখন সোফা, তখন ধৈর্য্যই লড়াইয়ের অস্ত্র'

কালের কণ্ঠ জার্মানি প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৮:৫৮

করোনাকালে বাইরে বের হননি যারা, অর্থাৎ বাসায় থাকা ‘অলস' মানুষদেরই ‘আসল হিরো' বলছে জার্মানি। শনিবার প্রকাশিত জার্মান সরকারের এক বিজ্ঞাপনে এমনটাই বলা হয়। প্রকাশিত হওয়ার পর থেকেই বিজ্ঞাপনটি অনলাইনে জনপ্রিয় হতে থাকে। বিজ্ঞাপনের বিষয়: করোনাকালীন দিনগুলোর ‘আসল হিরো'। ইংরেজিতে যাদের বলে ‘কাউচ পটেটো' বা সোফা থেকে উঠতে না চাওয়া অলস ব্যক্তি, সেই কাউচ পটেটোদেরকেই বিশেষ হিরোর মর্যাদা দিচ্ছে এই বিজ্ঞাপনটি।

দেড় মিনিটের ভিডিও বিজ্ঞাপনটি শুরু হয় এক বৃদ্ধের ভাষ্যের মাধ্যমে, যেখানে তিনি তার ফেলে আসা যৌবনের একটি বিশেষ বছর-২০২০ সালের কথা স্মরণ করেন। তারুণ্যের উচ্ছ্বল দিনের কথা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, আমার তখন বাইশ বছর বয়স, সদ্য প্রকৌশলবিদ্যা পড়া শুরু করেছি। যে বয়সে আমাদের হেসে, খেলে, ঘুরে বেড়ানোর কথা ছিল, সেই বয়সে আমরা সম্মুখীন হই করোনা সংক্রমণের দ্বিতীয় দফার আঘাতের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও