![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/11/15/e7e092f4657f02b8a3b22c7d7e7ad753-5fb0c30b34427.jpg?jadewits_media_id=699007)
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৫ আগস্টের সব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে যুবলীগের নবনির্বাচিত কমিটি। শনিবার (১৪ নভেম্বর) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর ধানমন্ডি ৩২ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন।
যুবলীগের নেতাকর্মীরা ধানমন্ডি-৩২ এ সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদনের পর দোয়া-মোনাজাতে অংশ নেন। এরপর তারা যান বনানী কবরস্থানে শায়িত যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির কবরে শ্রদ্ধা জানাতে। তার কবরে শ্রদ্ধা নিবেদনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত অন্যান্য শহীদদের কবরেও শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তারা দোয়া-মোনাজাতের মাধ্যমে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।