দীপাবলির পর দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা
আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করছে দিল্লিসহ পুরো ভারত জুড়ে। বিশেষ দীপাবলি উৎসবের পর হু হু করে বেড়েছে করোনা আক্রান্ত ও মত্যুর সংখা। ভারতে নতুন করে করোনাভাইরাস আক্রান্তের সার্বিক সংখ্যা শনিবার স্থির থাকলেও রাজধানী দিল্লিতে বিভিন্ন উৎসবের কারণে সংক্রমণের সংখ্যা বেড়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৪৪ হাজার ৬৮৪ আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে ৫২০ জন মারা গেছেন। এর মধ্যে শুধুমাত্র নয়াদিল্লিতেই ৭ হাজার ৮০২ জন আক্রান্ত এবং ৯১ জন মারা গেছেন।