![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252F108d8c51-d10d-4c5b-90bc-377e069aae8c%252F600X1067.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
নারীর মুখে অ্যাসিড ছোড়ায় রিমান্ডে সাবেক স্বামী
রাজধানীতে এক নারীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তাঁর সাবেক স্বামীকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক শহিদুল ইসলাম আজ শনিবার এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আবদুল আলী (৪৯)। গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।