You have reached your daily news limit

Please log in to continue


সমুদ্রে মাছের রাজ্যে কাজলের ফুলশয্যার বিছানা

ঘরটা কাচে ঘেরা। মেঝেতে কার্পেট, ওপরে স্বচ্ছ কাচ। নীল জলরাশিতে লেজ নাড়িয়ে সাঁতরে বেড়াচ্ছে সামুদ্রিক মাছ। বিছানায় বসে আছেন কাজল–কিসলু দম্পতি। পরস্পর মুখোমুখি, গভীর আবেশে। বিছানায় ফুল নেই বটে, তবে তাঁরা একে ফুলশয্যাই বলছেন। এমন একটি ছবি, এমন ফুলশয্যা অনেক নবীন দম্পতির জন্য কাঙ্ক্ষিত। মহামারির মধ্যেই চার হাত এক হলো দক্ষিণী তারকা কাজল আগারওয়াল ও ইন্টেরিয়র ডিজাইনের উদ্যোক্তা গৌতম কিসলুর। ব্যাচেলর পার্টি থেকে শুরু করে হানিমুন—আজ পর্যন্ত গুনে গুনে ৯৮টি ছবি পোস্ট করেছেন কাজল। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে, তা জানে না কেউ। মালদ্বীপে সাগরের নিচে বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্রে কাটছে এই নবদম্পতির হানিমুন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন