![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fab1e54e2-f022-4b0e-b143-89221c2ba220%252F25.png%3Frect%3D118%252C0%252C1223%252C642%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
অনলাইন শিক্ষার অগ্রগতি ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তন আনবে: শিক্ষামন্ত্রী
প্রথম আলো
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১৬:৩২
করোনাকালীন দেশের অনলাইন শিক্ষাব্যবস্থার অগ্রগতি ভবিষ্যতে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
দেশ–বিদেশের বিখ্যাত স্কলারদের নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত দুদিনের (১৩-১৪ নভেম্বর) অনলাইন সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।