You have reached your daily news limit

Please log in to continue


ওরা সোনার ডিম পাড়া হাঁসের কথা ভুলে গেছে, ফক্সের উদ্দেশে ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত চার বছরের সব কর্মকাণ্ডের একনিষ্ঠ সমর্থক ও প্রচারক হিসেবে ‘খ্যাতি’ পেয়েছে ফক্স নিউজ। কিন্তু এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের গন্ধ পাওয়ার পর থেকেই তারা ভোল পাল্টাতে শুরু করেছে। এ নিয়ে নিউজ চ্যানেলটির ওপর খেপেছেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক টুইটে ট্রাম্প বলেছেন, ফক্স নিউজের টিআরপির অবস্থা এখন খুব বাজে। অথচ ২০১৬ সালের পর এমনটা ছিল না। ওরা ভুলে কী তাদের এমন সফলতা এনে দিয়েছিল, আজকের অবস্থানে কে তাদের নিয়ে এসেছে। ওরাতো সোনার ডিম পাড়া হাঁসের কথা ভুলে গেছে! নির্বচানে হার মেনে নেয়ার কোনো কারণ দেখছেন না ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে প্রতারণা করা হয়েছে, ভোট কারচুপি হয়েছে- এমন অভিযোগ তুলে কয়েকটি অঙ্গরাজ্যে মামলাও করেছেন তিনি। যদিও এ নিয়ে রিপাবলিকান পার্টি তো বটেই খোদ ট্রাম্প পরিবারও দ্বিধাবিভক্ত।!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন