কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ চালায় বিএনপি নেতা-কর্মীরা

ডেইলি বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১৫:০৫

ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে বিএনপির নেতা-কর্মীদের ককটেল বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন ভোটাররা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন ভোট কেন্দ্রের সামনে অন্তত ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করার সময় পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন ভোটার।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরুর পর সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের সামনে অনেকগুলো ককটেল ছোড়া হয়। এর মধ্যে ১৭টি ককটেল বিস্ফোরিত হয়েছে।

এ সময় আতঙ্কিত হয়ে ভোটাররা দিগ্বিদিক ছুটতে শুরু করলে পড়ে গিয়ে কয়েকজন আহত হন। পরে অবিস্ফোরিত ককটেলগুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়।

পরিচয় গোপন করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, মালেকা বানু স্কুলের সামনে ককটেল নিক্ষেপের যেসব ঘটনা ঘটেছে সেখানে স্থানীয় যুবদলের কিছু নেতা-কর্মীর উপস্থিতি দেখা গেছে। ঘটনার পরপরই তারা সেখান থেকে দৌঁড়ে পালিয়ে যায়।

তিনি বলেন, মূলত ভোট কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এ ধরনের ন্যক্কারজনক ও নাশকতামূলক ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার পর এলাকার ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন। তারা আর ভোট দিতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও