স্মৃতিকথায় যে ভাবে রাহুল গান্ধীকে মনে করেছেন বারাক ওবামা...
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার চোখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী একজন 'নাভার্স', 'অগোছালো' প্রকৃতির। কয়েক বছর আগে রাহুলের সঙ্গে সাক্ষাতে ওবামার মনে হয়েছিল, শিক্ষককে মুগ্ধ করতে উদগ্রীব একজন পড়ুয়ার মতো রাহুল। কিন্তু, নির্দিষ্ট বিষয়টিতে 'দক্ষতা অর্জন'-এ যে তত্পরতা বা প্যাশন থাকা উচিত, তার খামতি রয়েছে।
ওবামার স্মৃতিকথা 'A Promised Land'-এর পর্যালোচনা বেরোয় দ্য নিউ ইয়র্ক টাইমসে। স্মৃতিচারণে আর অনেক বিষয়ের সঙ্গে আমেরিকার প্রথম কৃষাঙ্গ প্রেসিডেন্ট বিশ্বের রাজনৈতিক নেতাদের সম্পর্কে নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন। রাহুল গান্ধীর পাশাপাসি সোনিয়া গান্ধী ও মনমোহন সিং সম্পর্কেও নিজস্ব মতামত ব্যক্ত করেছেন বারাক ওবামা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.