দলের ক্রিকেটারদের ভুলের জন্য নিউ জিল্যান্ড স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ক্ষমা চেয়েছেন ফিল সিমন্স। কোয়ারেন্টিনের বিধি ভাঙা ক্রিকেটারদের ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে শাস্তির ইঙ্গিতও দিয়েছেন দলটির প্রধান কোচ। গত ৩১ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে ১৪ দিনের কোয়ারেন্টিনে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। কেবল ৪ দিন ঘরবন্দি থাকার পর কোয়ারেন্টিনে থেকেই তাদেরকে অনুশীলনের সুযোগ দেয় নিউ জিল্যান্ড।
এতদিন ছোট ছোট গ্রুপে অনুশীলন করছিল ক্যারিবিয়ানরা। কিন্তু কোয়ারেন্টিনের বিধি ভেঙে নষ্ট করে এই সুযোগ। সিকিউরিটি ফুটেজে ধরা পড়ে হোটেলে নিজেদের ছোট্ট জৈব-সুরক্ষা বলয় থেকে বেরিয়ে মেলামেশা করছেন দলটির ক্রিকেটাররা। এমনকি ভাগাভাগি করছেন খাবারও।
এরপর গত বুধবার থেকে আইসোলেশনের সময় তাদের অনুশীলন নিষিদ্ধ করে নিউ জিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির সংবাদ মাধ্যম নিউজহাবকে সিমন্স বলেন, দলের ক্রিকেটারদের এমন কাণ্ড বেশ হতাশাজনক।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.