![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fhasan-20201112194832.jpg)
শুল্কমুক্ত সুবিধায় শিল্প উপকরণের বদলে বন্দরে এল বিদেশি সিগারেট
অসত্য তথ্য দিয়ে চট্টগ্রাম বন্দরে নিয়ে আসা হয়েছিল বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। খবর পেয়ে সেগুলো জব্দ করেছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিপুল পরিমাণ সিগারেটের একটি চালান আটক করা হয় বলে জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম।