আশ্রয়হারা মানুষদের জন্য স্থাপিত তাবুগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে ইরাক সরকারের পক্ষ থেকে। কিন্তু বাস্তুচ্যুত মানুষগুলোর যাদের কোনো আশ্রয় এখন আর অবশিষ্ট নেই তাদের অবস্থা কি হবে, এমন শঙ্কা জেগেছে। এই দশকে ইরাকসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় আইএস এর উত্থানের পর সংঘাত ছড়িয়ে পড়ে। এ সংঘাতে ঘড়বাড়ি হারিয়ে বহু মানুষ বাস্তুচ্যুত হয়। আইএসর প্রভাব কমার পর এ মানুষগুলোর এখন কি উপায় হবে সেই প্রশ্ন উঠছে বিভিন্ন দিক থেকে।
আইএসের বিরুদ্ধে চুড়ান্ত লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরিপ্রেক্ষিতে এখানকার অনেক মানুষ তাদের আশ্রয় ত্যাগ করে পালিয়ে এসে এসব তাবুতে আশ্রয় গ্রহণ করেছিল। এসব আশ্রয়কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিভিন্ন দাতা সংস্থাগুলোর পক্ষ থেকেও। সংস্থাগুলো জানিয়েছে, যুদ্ধ শেষে এসব মানুষকে জীবনযাপনের জন্য দ্বিতীয় দফায় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। যার ফলে, এসব আশ্রয় শিবির বন্ধ করলে মানুষের ঠিকানা হবে কোথায়, এমন প্রশ্ন খুব জোরালো হচ্ছে।।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.