You have reached your daily news limit

Please log in to continue


লোকাল ট্রেনে যাত্রীর ভিড়ে করোনা আতঙ্ক! বাড়াতে পারে ট্রেন ফের বৈঠকে রেল-রাজ্য

নিউ নর্মালে লোকাল ট্রেন পরিষেবা শুরু হতেই ভিড়ের চেনা ছবি ফিরে এসেছে। কার্যত শিকেয় উঠেছে স্বাস্থ্যবিধি। এ ভাবে চলতে থাকলে করোনা সংক্রমণ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে মনে করছেন চিকিৎসক মহল। যাত্রীদের দাবি, ট্রেনের সংখ্যা বাড়ানো হোক। এই পরিস্থিতিতে আজ, বৃহস্পতিবার ভবানী ভবনে ফের বৈঠকে বসতে চলেছেন রাজ্য এবং রেলের প্রতিনিধিরা। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহ থেকেই আরও বাড়ানো হতে পারে লোকাল ট্রেন পরিষেবা। এমনকি ১০০ শতাংশ পরিষেবা চালু হতে পারে। হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার লোকাল ট্রেন চলত। গতকাল, চলেছে মাত্র ৬১৫টি ট্রেন। অবশ্য সকালে-বিকেলে অফিসের ব্যস্ত সময়ে প্রায় ৮৪ শতাংশ লোকাল চালানো হয়। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। টিকিট কাউন্টার থেকে শুরু করে ট্রেনের কামরার ভিতরে ভিড় ছিল চোখে পড়ার মতোই। এ দিনও জেলায় জেলায় একই ছবি ধরা পড়ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন