![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/14C5F/production/_115378058_af16badc-e002-47af-8819-b977cd2c1e9c.jpg)
নাগোর্নো-কারবাখে রুশ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের তাৎপর্য কী?
দু'টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে নাগোর্নো-কারাবাখ নিয়ে তীব্র যুদ্ধ চলছে গত সেপ্টেম্বর মাস থেকে। এখন মনে হচ্ছে এই যুদ্ধে আজারবাইজান স্পষ্টতই সুবিধাজনক অবস্থানে রয়েছে।
আজারবাইজানের বাহিনী এখন সুশা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। আর্মেনিয়ানরা এই শহরটিকে বলে সুশী।
এই এলাকাটির কৌশলগত গুরুত্ব আছে। এখান থেকে নাগোর্নো-কারাবাখের রাজধানী স্টেপানাকার্টের সব স্থাপনা আজারবাইজানের গোলার নাগালের মধ্যে। চাইলে তারা স্টেপানাকার্টের যে কোন লক্ষ্যে আঘাত হানতে পারে।