ভারী ঝুমকো দুল পড়ে কানে ব্যথা, দূর করবেন যেভাবে
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১২:০৯
যেকোনো উৎসব, অনুষ্ঠানে সাধারণত নারীরা ট্র্যাডিশনাল ড্রেসগুলো পরতে পছন্দ করেন। আর শাড়ী, চুড়িদার, শালোয়ারের সঙ্গে প্রত্যেকেই একটু ভারী বা ঝুমকো কানের দুল পরতে চান। আর ভারী কানের দুলগুলো আপনার লুকটাই বদলে দেবে।
তবে দেখতে যতই সুন্দর লাগুক না কেন কিন্তু বেশিক্ষণ ঝুমকো পরে থাকা যায় না। কেননা একটু সমউ পরে থাকলে কানে ব্যথা শুরু হয়। তাই ইচ্ছে থাকা সত্বেও অনেকে ভারী কানের দুল পরতে চান না। তবে চিন্তার কোনও কারণ নেই। কয়েকটি উপায় আছে, যেগুলো সঠিকভাবে মেনে চললেই আপনি কানের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন।