You have reached your daily news limit

Please log in to continue


বাজারে এলো অ্যাপলের সবচেয়ে হালকা ল্যাপটপ ম্যাকবুক

বাজারে এসেছে অ্যাপলের সবচেয়ে হালকা ল্যাপটপ ম্যাকবুক এয়ার। দাম ধরা হয়েছে ৯ শ' ৯৯ ডলার। সাথেই এসেছে ল্যাপটপ ম্যাকবুক প্রো। এটির দাম ধরা হয়েছে ১২শ' ৯৯ ডলার। দুটো ল্যাপটপই তৈরি হয়েছে অত্যাধুনিক মাইক্রোপ্রসেসর এম ওয়ানের সংযোজনে। আগামী সপ্তাহ থেকেই যুক্তরাষ্ট্রে মিলবে এ টেক পণ্যগুলো। প্রথমবারের মতো অ্যাপলের নতুন ম্যাক ল্যাপটপে ব্যবহার করা হয়েছে আইফোনে ব্যবহার করা চিপ। এখন পর্যন্ত অ্যাপলের তৈরি চিপ ব্যবহার করা হয় আইফোন, আইপ্যাড আর অ্যাপল ওয়াচে। অ্যাপল কখনো সরাসরি না বললেও উইন্ডোজভিত্তিক অ্যাপলের সব ল্যাপটপই ইন্টেল চিপের ওপর নির্ভরশীল ছিলো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন