থাই লেবু চাষ করে স্বাবলম্বী মামুনুর
থাই জাতের লেবুর বাগান করে স্বাবলম্বী হয়েছেন বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী মামুনুর রশীদ। করোনাকালীন সময়ে ব্যাপক চাহিদা, ফলনও বেশি এবং ভালো দাম পাওয়ায় থাই জাতের লেবু চাষ করে লাভবান হয়েছেন। লেবু চাষের পাশাপাশি এখন কলম চারাও বিক্রি করছেন মামুনুর।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে মাস্টার্স পাশ করে চাকরির পিছনে না ছুটে আম-লিচুর বাগান করেন মামুনুর রশীদ। কাঙ্ক্ষিত সাফল্য না পেয়ে আম-লিচু বাদ দিয়ে এ থাই লেবু চাষ শুরু করেন। সারাবছর লেবুর ভালো চাহিদা ও ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে তার মুখে। তার সাফল্য দেখে অনেকেই লেবু চাষে আগ্রহী হয়ে উঠছেন।