যে কারণে কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিতর্ক
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০, ১২:০২
জানুয়ারিতে বাবা হবেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে থাকবে। কোহলি তাই অ্যাডিলেড টেস্ট খেলে দেশে ফেরার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন। যাতে ওই সময় তিনি স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে পারেন। বোর্ড কোহলিকে সেই অনুমতি দিয়েছে।
কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, মহেন্দ্র সিং ধোনি কিন্তু মেয়ে জিভার জন্মের সময় কাছে থাকতে পারেননি। সেই সময় তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন।