রাঙামাটিতে বাড়িতে ঢুকে গুলি করে দুইজনকে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। বুধবার ভোর ৩টার দিকে কাপ্তাই উপজেলার ওয়াজ্ঞা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ হামলা হয়েছে।
নিহত ধনঞ্জয় তনচঙ্গ্যা (৩২) গর্জনিয়া পাড়ার রনজিত কার্বারির ছেলে এবং সুভাষ তনচঙ্গ্যা (৪৫) রাজস্থলী উপজেলার ছাখ্যং গ্রামের কালাচান তনচঙ্গ্যার ছেলে। সুভাষ সপরিবারে ওয়াজ্ঞা ইউনিয়নের কাঠালতলিতে বাস করতেন। ঘটনার সময় তিনি ধনঞ্জয়ের বাসাতেই ছিলেন।
কাপ্তাই থানার ওসি মো. নাসিরউদ্দিন জানিয়েছেন, বুধবার ভোর ৩টার দিকে অজ্ঞাত পরিচয় একদল সশস্ত্র সন্ত্রাসী ধনঞ্জয় চাকমার বাড়িতে এসে তাকে এবং সুভাষকে ঘুম থেকে ডেকে তুলে গুলি করে হত্যা করে চলে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.