![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fipl-2020-final-20201110195541.jpg)
আইপিএল ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে দিল্লি
পঞ্চম শিরোপা নাকি প্রথম শিরোপা? মুম্বাই ইন্ডিয়ান্স নাকি দিল্লি ক্যাপিটালস? আইপিএলের তেরোতম আসরের শিরোপা জিতবে কে? নির্ধারণ হয়ে যাবে আর দুই থেকে তিন ঘণ্টা পরই।
তার আগে আপাতত ভাগ্যের খেলায় জিতে গেলো দিল্লি ক্যাপিটালস। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার বিপক্ষে টস করতে নেমে জিতলেন দিল্লির অধিনায়ক স্রেয়াশ আয়ার। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।