এবার নাগরনো-কারাবাখে সেনা মোতায়েন করল রাশিয়া
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ স্থানীয় সময় মঙ্গলবার ভোরে নাগরনো-কারাবাখের যুদ্ধবিধ্বস্ত ছিটমহলে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীকে মোতায়েন করা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নাগরনো-কারাবাখে দ্বন্দ্বের স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করা উচিত। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে,
আর্মেনিয়া, আজারবাইজান এবং রাশিয়া ওই চুক্তিতে সম্মত হয়েছে। মস্কোর সময় ১০ নভেম্বর মধ্যরাত থেকে চুক্তির আওতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। নাগরনো-কারাবাখ অঞ্চল আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে সবাই জানলেও জনসংখ্যার দিক থেকে আধিক্য এবং নিয়ন্ত্রণে রয়েছে আর্মেনিয়ার। বেশ কিছুদিন ধরে সেখানে ব্যাপক সংঘর্ষ চলছে।