রোহিঙ্গা দুর্বৃত্তদের হাতে অপহৃত রোহিঙ্গা উদ্ধার

বাংলাদেশ প্রতিদিন টেকনাফ পৌরসভা প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ২০:১৩

টেকনাফে অপহৃত এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।

১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়াতুল ইসলাম এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার বিকালে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে নুর মোহাম্মদের দোকান হতে কালো মুখোশধারী কিছু লোক ওই ক্যাম্পের আই ব্লকের মৃত সুলতান আহমদের ছেলে ইসমাইল (৩০) কে অপহরণ করে নিয়ে যায়।

নয়াপাড়া ক্যাম্পেরর দায়িত্বরত এপিবিএন পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফয়েজুল আজিম নোমানের নেতৃত্বে পুলিশ সোমবার বিকালের দিকে আই ব্লকস্থ পাহাড়ে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইলকে পাহাড়ের পাদদেশে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। পুলিশ অপহৃত ইসমাইলকে সেখান থেকে উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত ইসমাইলকে ক্যাম্প পরিচালনা কমিটির সদস্যদের সামনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও