অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের পরই পিতৃত্বকালীন ছুটিতে বিরাট, ফিরছেন সেই রোহিত শর্মাই!

এইসময় (ভারত) বিসিসিআই প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২০, ১৮:০৫

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করল BCCI। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসবেন কিং কোহলি। এদিন একটি অফিশিয়াল ইমেলে বিষয়টি নিশ্চিত করা হল BCCI-এর তরফে। পাশাপাশিই সূত্রের খবর, টেস্টে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।

এদিন অফিশিয়াল ইমেলে BCCI-এর তরফে লেখা হয়, '২৬ অক্টোবর সিলেকশন কমিটির যে মিটিং হয়েছিল, সেখানে দলের অধিনায়ক জানিয়েছিলেন যে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই তিনি দেশে ফিরে আসবেন। সেই মোতাবেক বিরাট কোহলি-র পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেই ভারতে ফিরে আসবেন বিরাট কোহলি।'

পাশাপাশিই সেই ইমেলে BCCI-এর তরফে আরও জানানো হয়েছে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নির্বাচিত ভারতীয় দলে আরও কিছু রদবদল ঘটতে পারে। কারণ বেশ কিছু প্লেয়ারের চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বোর্ডের তরফে বলা হচ্ছে যে, কোন কোন প্লেয়ারকে আবার দলে নিয়ে আসা হবে, সেই তালিকা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও