![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F11%2F09%2Fnirb-apu-1.jpg%3Fitok%3DCBNCT6MU)
এক যুগ পর অপুর সঙ্গে নিরবের শুটিং
অপু বিশ্বাস ও নিরব অভিনীত চলচ্চিত্র ‘মন যেখানে হৃদয় সেখানে’। ২০০৮ সালে নিরব এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রযাত্রা শুরু করেন। পরের বছর ছবিটি মুক্তি পায়। প্রায় এক যুগ পর ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে জুটি হয়ে চট্টগ্রামে শুটিং করছেন অপু-নিরব।
বর্তমানে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চা বাগানে শুটিং করছেন অপু-নিরব। ২২ নভেম্বর পর্যন্ত টানা শুট করার কথা রয়েছে। ছবিতে অপু বিশ্বাস ও নিরব দুজনই চা বাগানের শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন। এ প্রসঙ্গে নিরব এনটিভি অনলাইনকে বলেন, ‘অপু বিশ্বাসকে আমি জীবনের প্রথম ছবিতে জুটি হিসেবে পেয়েছিলাম। প্রায় এক যুগ পর আবারও আমরা এক হয়ে কাজ করছি। অনেক প্রস্তুতি নিয়ে এ ছবির শুট হচ্ছে। আমরা আনন্দের সঙ্গে কাজ করছি।’
নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘গল্পনির্ভর একটি চলচ্চিত্র নির্মাণ করছি। অপু বিশ্বাস বা নিরব কাউকেই তথাকথিত নায়ক-নায়িকা মনে হবে না। আমি তাঁদের দিয়ে চা বাগানের শ্রমিকের চরিত্র তুলে ধরার চেষ্টা করছি। এরই মধ্যে তাঁদের শুট শুরু হয়েছে। আশা করি, ভালো কিছু উপহার দিতে পারব।’