ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসার অভাবে শিশুর মৃত্যু!

ইত্তেফাক ভাঙ্গুড়া প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২০, ২১:৫৪

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অভাবে একটি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির নাম হাসান (১)। ওর বাবা রুহুল আমীন উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা। শিশুর বাবা রুহুল আমীন জানান, রবিবার (৮ নভেম্বর) সকালে অসুস্থ অবস্থায় ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।

কর্তব্যরত মেডিক্যাল অফিসারের অনুপস্থিতিতে উপ-সহকারী কম্যুনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) মাসুদ রানা শিশুটিকে চিকিৎসার জন্য আগে বর্হি:বিভাগ থেকে টিকিট আনতে বলেন। বর্হি:বিভাগের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে দীর্ঘক্ষণ সময় নষ্ট হওয়ায় শিশুটির অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। তখনও কর্তব্যরত মেডিকেল অফিসারকে না পাওয়ায় বাইরে প্রাইভেট চেম্বারে একজন স্যাকমো ডাক্তারকে দেখানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও