হোয়াটসঅ্যাপের নতুন টুল ব্যবহারে সাবধান
রিপোর্ট চ্যাট স্প্যামাররা সাবধান! এবার কোনও রিপোর্ট হওয়া ইনডিভিজুয়াল বা গ্রুপ চ্যাটকে আরও বিশদে পর্যালোচনা করবে হোয়াটসঅ্যাপ। কারণ এই চ্যাটিং প্ল্যাটফর্ম নিয়ে আসছে একটি নতুন রিপোর্ট চ্যাট টুল। ওয়াবেটা ইনফোর তরফে সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে।
সাধারণত যখন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে কোনও স্প্যামার বা অ্যাবিউজার সম্পর্কে রিপোর্ট করেন, তখন হোয়াটসঅ্যাপ অন্যান্য ব্যবহারকারীর থেকে পাওয়া রিপোর্ট ও কিছু আনুষঙ্গিক বিষয়ের উপরে নির্ভর করে অভিযোগটি পর্যালোচনা করে। কারণ এন্ড-টু-এন্ড এন্ডক্রিপশন সিস্টেম অনুযায়ী কোনও ব্যক্তিগত চ্যাটে প্রবেশের অধিকার থাকে না। কিন্তু এ বার এই নতুন ফিচারটি পথ দেখাবে। এক্ষেত্রে কোনও ব্যবহারকারী রিপোর্ট করার পর সংশ্লিষ্ট স্প্যামারের মেসেজ বা চ্যাটের মেসেজগুলোতে প্রবেশ করে তা পর্যালোচনা করার সুযোগ পাবে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি হোয়াটসঅ্যাপের বেটা অ্যানড্রয়েড ভা২.২০.২০৬.৩ ভার্সনে দেখা গেছে এই ফিচারটি। জেনে নিন কী ভাবে কাজ করবে এটি।